শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের তুলনামূলক তাৎপর্য তুলে ধরুন
প্রশ্ন : শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের তুলনামূলক তাৎপর্য তুলে ধরুন।
উত্তর: শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের তুলনামূলক তাৎপর্য:
অর্থ
লক্ষ্য
ব্যাপ্তিকাল
বিষয়বস্তু
শিক্ষকের ভূমিকা
শিখন পদ্ধতি
শিক্ষার্থীর ভূমিকা
সংকীর্ণ অর্থে
জ্ঞান বা দক্ষতা
অর্জনই শিক্ষা
পাঠ্যপুস্তক কেন্দ্রিক জ্ঞান আহরণের মাধ্যমে মানসিক ক্ষমতার উৎকর্ষ সাধন।
বিদ্যালয় জীবনের মধ্যেই সীমাবদ্ধ।
কতকগুলো নির্দিষ্ট সংখ্যক অপরিবর্তনীয়
তাত্ত্বিক অভিজ্ঞতা।
তাত্ত্বিক জ্ঞান বিতরণ করা।
মৌখিক নির্দেশনা ও আবৃত্তি।
শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহীতা
ব্যাপক অর্থে
শিশুর সব রকম সম্ভাবনার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা
শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আবেগিক, আধ্যাত্মিক এবং নৈতিক জীবনের সামঞ্জস্যপূর্ণ বিকাশ সাধন ।
সমস্ত জীবনকাল ব্যাপ্ত ।
তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয়।
শিক্ষার্থীর জীবনের আদর্শ, তার বন্ধু ও সহায়ক। শিক্ষার্থীদের সক্রিয়তা ভিত্তিক কৌশল ।
শিক্ষার্থীর ভূমিকা সক্রিয় এবং তার চাহিদা ভিত্তিক অভিজ্ঞতা অর্জন ।
কোন মন্তব্য নেই