Header Ads

Header ADS

সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়?

 প্রশ্ন  : সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়? [জাবি বি এড ২০১৮)

উত্তর : সংকীর্ণ/বিশেষ অর্থে শিক্ষা : বাস্তব ক্ষেত্রে শিক্ষা কথাটি ব্যবহৃত হয় বিশেষ/সংকীর্ণ অর্থে। বিশেষ বা সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোন বিশেষ কৌশল বা জ্ঞান অর্জন। কোন বিশেষ ক্ষেত্রে যার জ্ঞান আয়ে আছে তাকে 'শিক্ষিত' বলা হয়। আর যার এরূপ শিক্ষা নেই তাকে 'অশিক্ষিত' বলে গণ্য করা হয়। অর্থাৎ লেখা, পড়া এবং গণিতের সামান্য মাত্র পরিচয় হতে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি পর্যন্ত প্রত্যেকেই 'শিক্ষিত' বলে গণ্য হয়। আর যারা এরূপ জ্ঞান লাভ করার সুযোগ পায়নি বা বিশেষ কোন কৌশল অর্জন করতে পারেনি তাদের এ অর্থে অশিক্ষিত বলে গণ্য করা হয়। আরো স্পষ্টভাবে বলা যায়, বিশেষ বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষাকে বোঝায়। তাই আমরা যখন বলি আমাদের দেশের ৭০% লোক শিক্ষিত তখন আমরা শিক্ষাকে সংকীর্ণ অর্থেই ব্যবহার করি। এর ফলে যে কৃষক চাষ করেন, যে তাঁতি তাঁত বোনেন, যে ধোপা কাপড় কাচেন, যে ড্রাইভার গাড়ি চালান তাঁরা নিজ নিজ ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতার অধিকারী হলেও শুধু অক্ষর জ্ঞান না থাকার ফলে তারা অশিক্ষিত বলে গণ্য হন।

ব্যাপক অর্থে শিক্ষা : ব্যাপক অর্থে শিক্ষা হল ব্যক্তির ওপর পরিবেশের সার্বিক প্রস্তাব। অর্থাৎ শিক্ষা হল একটি উন্নতিমূলক পরিবর্তনশীল প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে সঙ্গতি বিধানে সমর্থ হয়। শিক্ষা মানেই জীবন আর জীবনই শিক্ষা। শিক্ষায় কখনও ছেন পড়ে না, আর কেউ এ কথা বলতে পারেনা যে এখান থেকে শিক্ষার শুরু আর সেখানে শেষ। শিশু ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে তার শিক্ষা শুরু হয়, আর এ শিক্ষা চলতে থাকে তার জীবনের শেষ দিন। পর্যন্ত। এ অর্থে প্রত্যেক ব্যক্তিই শিক্ষিত, 'অশিক্ষিত' ধারণাটি এখানে গ্রহণযোগ্য নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.