ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়?
প্রশ্ন: ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: ব্যাপক অর্থে শিক্ষা : ব্যাপক অর্থে শিক্ষা হল ব্যক্তির ওপর পরিবেশের সার্বিক প্রভাব। অর্থাৎ শিক্ষা হল একটি উন্নতিমূলক পরিবর্তনশীল প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে সঙ্গতি বিধানে সমর্থ হয় । শিক্ষা মানেই জীবন আর জীবনই শিক্ষা। শিক্ষায় কখনও ছেদ পড়ে না, আর কেউ এ কথা বলতে পারেনা যে ‘এখান থেকে শিক্ষার শুরু আর সেখানে শেষ।' শিশু ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে তার শিক্ষা শুরু হয়, আর এ শিক্ষা চলতে থাকে তার জীবনের শেষ দিন পর্যন্ত । এ অর্থে প্রত্যেক ব্যক্তিই শিক্ষিত, ‘অশিক্ষিত' ধারণাটি এখানে গ্রহণযোগ্য নয়। শিক্ষাকে ব্যাপক অর্থে গ্রহণ করলে এর কতগুলো বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। এগুলো হচ্ছে-
শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া।
শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন।
শিক্ষা একটি মানবীয় প্রচেষ্টা।
শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানব জীবনের বিকাশ সাধন । শিক্ষা হচ্ছে নির্দেশনা ।
শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া ।
শিক্ষা হচ্ছে বাস্তব সমস্যার সমাধান।
শিক্ষাই সঙ্গতি বিধান ।
শিক্ষাই সমাজ সংরক্ষণ ।
শিক্ষা একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া।
কোন মন্তব্য নেই