শিক্ষার সংজ্ঞা দিন।
প্রশ্ন : শিক্ষার সংজ্ঞা দিন।
উত্তর : ভূমিকা ঃ শিক্ষা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিদ্যাভ্যাস, শেখা, অধ্যয়ন ও চরিত্রের উন্নতি। সংস্কৃত 'শাস' ধাতু থেকে শিক্ষা শব্দটি উৎপন্ন, যার অর্থ শাসন করা, নির্দেশ দেয়া ইত্যাদি। শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Education, এটি ল্যাটিন শব্দ Educare, Educere, Educatum থেকে উদ্ভুত, যার অর্থ যথাক্রমে লালন পালন বা পরিচর্যা করা, নিষ্কাসন করা বা ভিতর থেকে বাইরে নিয়ে আসা এবং প্রশিক্ষণ দান করা।
শিক্ষার সংজ্ঞা : বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে শিক্ষাকে সংজ্ঞায়িত করেছেন। তা নিম্নে আলোচনা করা হলঃ
১। সক্রেটিস বলেছেন যে, আত্মোপলব্ধিই হচ্ছে শিক্ষা।
২। প্লেটোর মতে, শরীর ও আত্মার পূর্ণতার জন্য যা কিছু প্রয়োজন সবই শিক্ষার অন্তর্ভুক্ত।
৩। জন লক বলেছেন, “সুস্থ দেহে সুস্থ মনই হচ্ছে শিক্ষা"।
৪। রুশো সু অভ্যাস গঠনকেই শিক্ষা বলেছেন।
৫। পার্কার বলেছেন “মানুষের সকল প্রকার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনই শিক্ষা”।
৬। ফ্রেডারিক হার্বাট এর মতে, শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা ও অনুরাগের সুষ্ঠু প্রকাশ এবং নৈতিক চরিত্র গঠন"।
৭। কান্টের মতে, “আদর্শ মনুষ্যত্ব অর্জনই শিক্ষা"।
৮। হার্বাট স্পেনসারের ভাষায় পরিপূর্ণ জীবন যাত্রাই শিক্ষা”। ৯। লেলিনের মতে, মুক্তি সংগ্রামই শিক্ষা”।
১০। ফ্রেডারিক ফ্লোয়েবেলের মতে, "সুন্দর, বিশ্বস্ত এবং পবিত্র জীবন উপলব্ধি হল শিক্ষা” । ১১। থমসন বলেছেন, “শিক্ষা বলতে আমরা শিশুর উপর পরিবেশের প্রভাব বুঝি” ।
১২। জন ডিউই এর মতে, "Education is of by and for experience"।
১৩। এ এন্ড হোয়াইট হেড এর উক্তি, "Education is the acquisition of the art of utilization of knowledge."
১৪। রাসেল এর মতে, শিক্ষা হচ্ছে কতিপয় মানবিক গুণের তথ্য সাহস, উদ্যম অনুভূতিশীলতা, বুদ্ধিমত্তা ইত্যাদির
বিকাশ সাধন।
উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, এক একজন মনীষী এক এক দিকের উপর ইঙ্গিত করেছেন। কেউই পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেননি। আমাদের জন্য শিক্ষার একটি গ্রহণযোগ্য সংজ্ঞায় ধর্মীয় অনুভূতির অনুসরণ যেমন থাকবে, তেমনি থাকবে জাগতিক উন্নতির নির্দেশ। শিক্ষা অতীত সংস্কৃতির বাহন। বর্তমান সভ্যতার পরিপোষক ও ভবিষ্যত প্রগতির জনক।
কোন মন্তব্য নেই